Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য সেবা বিভাগের রূপকল্প, অভিলক্ষ্য , কৌশলগত উদ্দেশ্য সমূহ এবং কার্যাবলী

১.১রূপকল্পঃ  সকলের জন্য সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা । 

১.২অভিলক্ষ্যঃ স্বাস্থ্য ,পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়ন মাধ্যমে সবার জন্য সুলভে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটি সুস্থ সবল ও কর্মক্ষম জনগোষ্ঠি গড়ে তোলা।

১.৩.১কার্যসম্পাদনের ক্ষেত্রেঃ ১. জরুরী স্বাস্থ্য সেবায় মানোন্নয়ন ।২. হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা -নিরীক্ষা সেবা নিশ্চিত করণ। ৩. মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। ৪. সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা সেবা প্রদান। ৫. হাসপাতাল ব্যবস্থাপনায় মান উন্নয়ন।

১.৩.১সুশাসন ও সংস্কারকমূলক কর্মসম্পাদনের ক্ষেত্রঃ ১. সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা , ২০২৩-২৪।২. ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনা , ২০২৩-২৪।৩. জাতীয় শুদ্ধাচার  কৌশল কর্ম পরিকল্পনা ,২০২৩-২৪। ৫. তথ্য অধিকার বিষয়ে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা। 

১.৪ কার্যাবলীঃ ১. স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে মানব সম্পদের সুষম বিন্যাস নিশ্চিতকরণ,

২. স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান  এবং জনগণের প্রত্যাশিত সেবার পরিধি সম্প্রাসারণ। 

৩. স্বাস্থ্য সংক্রান্ত যুগোপযোগী নীতিমালা প্রণয়ণ এবং বাস্তবায়ন। 

৪. সংক্রান্ত ও চিকিৎসা সুবিধাদি সহ জনস্বাস্থ্য উন্নয়ন।

৫. স্বাস্থ্য সেবা সংক্রান্ত স্থাপনা নির্মাণ , রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ। 

৬. শিশু ও মাতৃ স্বাস্থ্য সেবা , সম্প্রাসারিত টিকাদান কর্মসূচী এবং পুষ্টি উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন। 

৭. সংক্রামক ও অসংক্রামক ব্যাধি এবং নতুন আবির্ভূত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল স্থানীয় আন্তর্জাতিক সংস্থার সাথে সংযোগ স্থাপন সংক্রান্ত যাবতীয় বিষয়াদি।